শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবৈধ বালু উত্তোলন-দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুশিয়ারা ও শাখা বরাক নদী হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ॥ রবিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল খোশ আমদেদ মাহে রমজান শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়েছেন ব্যবসায়ীসহ ৩ জন নবীগঞ্জের আইনগাঁও সিএনজি স্ট্যান্ড ম্যানেজার দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও হয়রানির প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় আহতের ঘটনায় আরও একটি মামলা মাধবপুরের রতনপুর ও ছাতিয়াইন সড়কে ডাকাতি ॥ আটক ১ চুনারুঘাটে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পেট্টোল পাম্প এলাকায় পিডিবির বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামের এক কৃষক মারা গেছে। সে বহুলা ঠিকাদার বাড়ি এলাকার মকবুল হোসেনের পুত্র। গতকাল (১৪ মার্চ) সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ৩নং পুল পেট্টোল পাম্প সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। শুধু তাই তারা বিদুৎ কর্মকর্তাদের দায়ি করে শ্লোগান দেয়। তারা অভিযোগ করেন মানুষের লাইন কেটে প্রতিনিয়তই মামলা দেয়া হয় কিন্তু লাইন ছিড়ে পড়ে থাকলে খবর নেয়াসহ মেরামত করা হয় না। দুইদিন ধরে এই লাইনটি ঘাসের ওপর পড়ে রয়েছে। কিন্তু বারবার বলার পরও এর কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে এ দূর্ঘটনা ঘটেছে। এর জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই দায়ি। তখন ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, নিহত আয়াত আলী প্রতিদিনকার মতো সকালে গরুর ঘাস কাটতে সরকারি শিশু সদনের পরিবারে পাশের রাস্তায় যান। অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয় সকাল ৮ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তার ভাই আরব আলী জানান, বিদ্যুতের গাফিলতির কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন। বিদ্যুত অফিসে ফোন দেয়া হলেও নম্বর ব্যস্ত থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, খবর পেলে তারা যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com