স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে সিএনজির ধাক্কায় নন্দিতা রাণী দাস (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার নিপাস দাসের কন্যা। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে রোড থেকে পুলিশের তাড়া খেয়ে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় উবাহাটা এলাকায় ওই শিশুকে ধাক্কা দিলে সে রক্তাক্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জনতা সিএনজিসহ চালককে আটক করেছে। চালকরা জানায়, পুলিশের তাড়া খেয়ে সে পালিয়ে যাচ্ছিল।