স্টাফ রিপোটার ॥ মাধবপুর উপজেলার সুরমা নামক স্থান থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবির এস আই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার লুকড়া গ্রামের মদিতুষা রায়ের পুত্র মনাদর রায় (২৭) কে আটক করে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল।