স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কস্থ হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এমএ রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোঃ শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, কাউন্সিলর গৌতম রায়, সুদীপ বণিক, স্বপন লাল বণিক, এডঃ এস এম আলী আজগর, সায়েদুজ্জামান জাহির, প্রভাষক রামীম ইমাম, মোঃ এনামুল হক, শ্যামল মোদক, আবু হেনা মোস্তফা কামাল, অভিমন্য রায়, মোঃ মফিজুর রহমান টিটু প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রাচীন এ বিদ্যালয়টি অরক্ষিত অবস্থায় রয়েছে। শহরের এলাকায় রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বীগ্ন। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বক্তারা বলেন, বিদ্যালায় শিক্ষার্থীদের স্থান সংকুলান হচ্ছে না। এ অবস্থায় ৪তলা ফাউন্ডেশনের বর্তমান ভবনটি সম্প্রসারণ করা হলেই স্থান সংকুলানের সমস্যার সমাধান হবে। বক্তারা শিক্ষার মানউন্নয়নে সতর্ক থাকার জন্য শিক্ষক শিক্ষিকাগণের প্রতি অনুরোধ জানান।