স্টাফ রিপোর্টার ॥ মুজিব বর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃষ্টপোষকতায় বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ জালাল স্টের্ডিামে ১৪ মার্চ বিকেল আড়াইটায় প্রধান অতিথি হিসাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১ মার্চ। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ভলিবল উপ-কমিটির আহবায়ক এডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, টুর্ণামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল চুনারুঘাট উপজেলা, লাখাই উপজেলা, বানিয়াচং উপজেলা, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা পুলিশ, পিবিআই হবিগঞ্জ, হবিগঞ্জ কারাগার, ডিএসএ হবিগঞ্জ ও এিসএ ব্লুজ হবিগঞ্জ।