কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগান, বৌলাছড়া চা বাগান, সাইফ চা বাগান, ও দিনারপুর চা বাগানের চা শ্রমিকদের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালিন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে ৭৭৪ জনকে মোট ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, মির্জাপুর চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ জামান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ প্রমুখ।