স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ১৯৭২ সনের কমিটির সহ-সভাপতি, সাবেক সভাপতি মোঃ সফিকুর রহমান চৌধুরীকে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৮ মার্চ হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।
প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন ক্লাব সদস্য হাফেজ আব্দুর রউফ সেলিম। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত ব্যক্তি এডঃ সফিকুর রহমান চৌধুরীর জীবন কর্ম নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ নাহিজ, সুয়েব চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোঃ ফরিয়াদ, জো মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিয়কু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, বর্তমান যুগ্ম সম্পপাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সফিকুল আলম চৌধুরী, আালমগীর খান সাদেক, শাকিল চৌধুরী, মোঃ ছানু মিয়া, মোহাম্মদ নুর উদ্দিন, এসএম সুরুজ আলী প্রমুখ।
সভার শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, ক্লাব সদস্য এম এ ওয়াহেদ, শাকিল চৌধুরী, মোঃ ছানু মিয়া, জাকারিয়া চৌধুরী, সাইফুর রহমান তারেক, নিরঞ্জন গোস্বামী শুভ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেন, সংবর্ধিত ব্যক্তি এডঃ মোঃ সফিকুর রহমান চৌধুরী একজন সাদা মনের মানুষ। উনার সৃজনশীলতা কর্মের মাধ্যমে স্বাক্ষর রেখে যাবে। তিনি একজন বিভিন্ন প্রতিভার অধিকারী। উনার কর্ম থেকে অনেক কিছু শিকার আছে, জানার আছে। উনি একজন প্রকৃত সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি আইন পেশা ও সাংস্কৃতি অঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন। নাট্যজগতে উনার বিচরণ ছিল। যখন উনি সংস্কৃতি চর্চা করেছেন তখন গুটি কয়েকজন এ অঙ্গনে নিয়োজিত ছিলেন।
সফিকুর রহমান চৌধুরী ব্যতিক্রমধর্মী, একজন নির্লোভ এবং পেশার প্রতি আন্তরিক। তিনি বলেন, যে সমাজে গুনীজনের সম্মান জানানো হয় না, সে সমাজে গুনীজন সৃষ্টি হয়না।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ এক সময় ছিল অবহিলেত। আজ হবিগঞ্জকে অবহেলিত বলার সুযোগ নেই। আজ হবিগঞ্জ আলোকিত। শিক্ষা খেলাধুলাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এর কৃতিত্ব বর্তমান সরকারের। হবিগঞ্জে সত্যের সন্ধানে সাংবাদিকরা কাজ করবে এ প্রত্যাশা করেন।
তিনি বরেন, হবিগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ কালে ২০০০ সনে আমি তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এর মাধ্যমে ১০ লাখ টাকা এনে দিয়েছি। পরবর্তীতে আমি এমপি হিসেবে ক্লাবের উন্নয়নে এগিয়ে এসেছি। বক্তাদের দাবীর প্রেক্ষিতে হবিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তন আধুনিকায়নের জন্য তিনি ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি এডঃ মোঃ সফিকুর রহমান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রদান অতিথি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।