বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১০ লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ জারি করলেন বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল বুধবার বিকালে ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের কার্যালয়ের স্মারক নং- ২০১৪/৪৭ তাং ৯ জুলাই মূলে জারী করা নোটিশ থেকে জানা যায় ২০১২-১৩ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অনুমোদন ব্যতিরেকে একটি রাস্তা নির্মাণ প্রকল্পের শেষ প্রান্তে ত্রাণ পূনর্বাসন অধিদপ্তর এর নাম ব্যবহার করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পিআইও মেহেদী হাসান। একই নোটিশে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০১৩-১৪ অর্থ বছরে ২য় পর্যায়ে রাস্তা পূনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়নকালীন একই স্থানে ইউনিয়ন পরিষদের অনুমোদন ব্যতিরেকে একই সময়ে ওই রাস্তায় (অভারলেপিং) আরো একটি রাস্তা নির্মাণ কার্যক্রম করানো হয়েছে যাহার কারণে স্থানীয় সরকার আইন লংঘন করা হয়েছে। নোটিশে ৭ দিনের মধ্যে বেআইনী ভিত্তি প্রস্তর অপসারণ করে ইউপিকে অবহিত করতে বলা হয়েছে। একই নোটিশে বিনা অনুমোতিতে রাস্তা নির্মাণ করায় স্থানীয় সরকার (ইউপি) আইন ২০১০ এর পঞ্চম তফসিল এর ইউপির অধীনে বিবেচ্য অপরাধ সমূহের ৩৪নং অপরাধের ৮৯ ধারার দণ্ড কেন পিআইও এর প্রতি কার্যকরী করা যাবে না তা ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার আইনে ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকারী কর্মচারী আচরণ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।