স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সিসি ক্যামেরার লাইনের সংযোগ কেটে ফেলার অভিযোগে সদর থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল ক্যাম্পাসে মাদকসেবী, বখাটেসহ নানা অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। তবে অভিযোগ রয়েছে, এর সাথে হাসপাতালের অসাধু কর্মচারিরা জড়িত আছে। সম্প্রতি হাসপাতাল থেকে এসির মেশিন খুলে নিয়ে যায় চোরের দল। শুধু তাই নয়, গত সোমবার রাতে হাসপাতালের সিসি ক্যামেরার লাইন কেটে ফেলে কে বা কারা। তবে ধারণা করা হয় এই সংঘবদ্ধ চক্র সিসি ক্যামেরার লাইন কেটে ফেলে অপরাধ মূলক কর্মকা- ঘটাতে চেয়েছিল। তবে রোগীদের ধারণা তারা ভয়াবহ ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এমনকি ভয়াবহ অগ্নিকা-ের ঘটনাও ঘটেছে। এতে ক্ষয়ক্ষতিও হয়। গতকাল মঙ্গলবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। তবে এই মুহুর্তে পুলিশ আটকের কথা স্বীকার করলেও তার নাম ঠিকানা প্রকাশ করলে তদন্তের ব্যাঘাত ঘটবে। এ কারণে পুরো তথ্য দিতে রাজি হয়নি। তবে পুলিশ জানিয়েছে, এ চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। অন্যদের ধরা হলে প্রেস কনফারেন্স করে তথ্য জানানো হবে। এ ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় রোগী ও কর্মচারীদের মাঝে আতংক বিরাজ করছে।