স্টাফ রিপোর্টার ॥ বিষপানে আত্মহত্যা হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র খোকন দাশ (১৫) নামে এক শিক্ষার্থী।
নিহত পরিবার সূত্রে জানা যায়, গতকাল বানিয়াচং উপজেলার উজিরপুর বাজারে হঠাৎ করে খোকন বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন দাশ-বানিয়াচং উপজেলা কুর্শা খাগাউড়া গ্রামের পরেশ দাশের পুত্র।