স্টাফ রিপোর্টার ॥ ছোট ছোট প্রজেক্ট এর মাধ্যমে আর্তমানবতার সেবা। ফেলোশিপের মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টিসহ দেশ বিদেশের ক্লাবের সাথে সেতু বন্ধন সৃষ্টি করার মাধ্যমে এগিয়ে চলেছে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। হবিগঞ্জে দিন দিন ক্লাবের সুনাম ছড়িয়ে পড়ছে। এবার ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এঞ্জেলা বৈশাখী মেনডেজ প্রশংসা করলেন এই ক্লাবের। একই সাথে তিনি প্রত্যাশা করেছেন এই ক্লাব সামনে আরও অনেকদূর এগিয়ে যাবে। রবিবার সন্ধ্যায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কতৃক ক্লাব ভিজিটকালে এই প্রশংসা করেন। গত রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সকল সদস্যরা একত্রিত হন। পরে জুম এ্যাপস এর মাধ্যমে ভার্চ্যুয়ালী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এঞ্জেলা বৈশাখী মেনডেজ সংযুক্ত হন। তার কাছে একে একে ক্লাবের সকল কার্যক্রম উপস্থাপন করা হলে তিনি তার মুগ্ধতা প্রকাশ করেন এবং কিছু দিক নির্দেশনা দেন। তবে স্ব-শরিরে উপস্থিত হতে না পারায় কিছুটা আক্ষেপ করেন তিনি। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগম এর সভাপতিত্বে ক্লাব ভিজিটকালে উপস্থিত ছিলেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, পিপি এডভোকেট তাহমিনা খান জলি, আইপিপি কুমুকম চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি,ক্লাব সেক্রেটারী তাছকিরা আক্তার জুবলী, ট্রেজারার এডভোকেট শায়লা পারভীন, ক্লাব করেস্পন্ডেন্ট রওশন আরা লুনা।