স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব-৯ এর কাছে তথ্য ছিল যে, একটি চতুর মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।
র্যাব উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, রাতের যে কোন সময় গাঁজার একটি বিশাল চালান চুনারুঘাট এলাকায় ক্রয়-বিক্রয় হবে। গত ৬ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমু-চন্ডিছড়া পাঁকা রাস্তার উপর তাদের আটক করে। তারা হল, মধ্যডুলনা গ্রামের মুসলিম মিয়ার পুত্র মোঃ আকতার হোসেন (২৬), কনু মিয়ার পুত্র মোঃ আশ্রব আলী (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায়। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।