স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় একটি কেমিক্যাল কোম্পানীর বর্জ্যরে দূর্গন্ধের প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়- ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ‘মার লিমিটেড’ নামে একটি কেমিক্যাল কোম্পানী রয়েছে। ওই কোম্পানীর নির্গত বর্জ্যরে দূর্গন্ধে মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের যাত্রীসহ আশ-পাশের এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। এরই প্রতিবাদে ওই এলাকার এখতিয়ারপুর, দাশপাড়া, শ্রীমতপুর, ছাতিয়াইন, শাহপুর, নোয়াপাড়া ও মাদারগড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, সদস্য আব্দুর রউফ, নোয়াপাড়া ইউপি সদস্য তপু ও বাঘাসুরা ইউপি সদস্য আব্দুর রশিদসহ এলাকার লোকজন অংশ নেন। খবর পেয়ে মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এবং মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মার লিমিটেড কর্তৃপক্ষ এবং বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় মার লিমিটেড কর্তৃপক্ষ ১ মাসের মধ্যে কোম্পানী দূর্গন্ধ মুক্ত করার প্রতিশ্র“তি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।