স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান এর সুপারিশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করে করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে বাহুবল উপজেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।