স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই ছিল বাঙ্গীলা জাতীর মুক্তির সনদ। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পাশাপাশি তার সেই ঐতিহাসিক ভাষণটি আড়াল করতে চেষ্টা করেছিল। স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সত্যকে লুকিয়ে রাখা যায়না বলেই আজ ৭ই মার্চের ভাষণ হয়েছে বিশ্ব ঐতিহ্য। জয়বাংলা শ্লোগান হয়েছে জাতীয় শ্লোগান।
গতকাল সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়ে সেই নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখানোর সুযোগ নেই। আওয়ামী লীগ বানের জলে ভেসে আসে নাই। বিএনপির কোন আন্দোলন সফল হবে না। কারন তাদের আন্দোলনে জনগনের সম্পৃক্ততা নেই। হবিগঞ্জে আগামী ১৫ মার্চ আওয়ামী লীগের যে প্রতিনিধি সমাবেশ হবে সেখানে দলকে আরও চাঙ্গা ও সুসংগঠিত করার কৌশল গ্রহণ করে বিএনপির আন্দোলন মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, এডভোকেট আবুল ফজল, সজিব আলী অ্যাডভোকেট আফীল উদ্দিন, ডাঃ. অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ নেতৃবৃন্দ। এর আগে ৭ই মার্চ উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির।