ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আরশাদ মিয়া (৩৫) নামে এক ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। সোমবার (৭ মার্চ) র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সোমেন মজুমদার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আরশাদ মিয়া ওরফে এরশাদ মিয়া বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের ইদি মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- র্যাব-৯, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামের ঢাকা-সিলেট মহাসড়ক¯’ বিসমিল্লাহ্ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরশাদ মিয়াকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আরশাদ মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।