চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ অঙ্গসংগঠন ও প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এদিকে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন -উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার,থানার ওসি মোঃ আলী আশরাফ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, সৈয়দ মোতাব্বির আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, আব্দুল গফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,ব্যকসের সাধারণ সম্পাদক এডঃ নাজমুল হক বকুল, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এড.মোস্তাক বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রনি, সংবাদ প্রতিনিধি শংকর শীল, সাইফুর রাব্বি, তোফাজ্জল মিয়া প্রমূখ। সভাশেষে ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।