আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অন্যন্যরে মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মুক্তিযুদ্ধা কেশব চন্দ্র রায়, গাজী শাহজাহান চিশতী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.আবু হেনা মো মোস্তফা জামান, ওসি সাইদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ, খোকন চন্দ্র গোপ ও উপজেলা প্রেসক্লব সভাপতি আবুল কাসেম। পরে বিভিন্ন প্রতিযোগীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথি বৃন্দরা।