নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আওতাভূক্ত আউশকান্দি আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ মার্চ) অনুষ্ঠিত উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, মোঃ ছুফুল মিয়া ও মোঃ দিলশাদ। নির্বাচনে- সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. তজমুল হক। সাধারণ সম্পাদক পদে শাহ ইসমাইল হোসেন ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেচু মিয়া মুন্সির প্রাপ্ত ভোট ৩২। সাংগঠনিক সম্পাদক পদে- মোজাহিদ মিয়া ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল রহমানের প্রাপ্ত ভোট ২৮।
এছাড়া সহসভাপতি পদে- তাহিদ মিয়া, আব্দুল হেকিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মোঃ নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদে মোঃ সুমন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আব্দুল বাছিদ, শ্রম কল্যান সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন, কার্য্যকরী কমিটির সদস্য পদে- নজরুল ইসলাম, শিপন আহমেদ, আব্দাল মিয়া, মো. ইসমাইল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।