স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার ইসলামিয়া এতিমখানার কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সৈয়দ নাছির উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজিউন। রবিবার সকালে হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। হবিগঞ্জ শহরের টাউন মসজিদ ও মার্কাজ মসজিদে দুটি জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর রবিবার রাত ৮টায় চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামে তার গ্রামের বাড়ীতে ৩য় জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার বড় ভাই প্রকৌশলী হাবিবুর রহমান সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরামের আহবায়ক সফিকুল বারী আউয়াল জানান, সৈয়দ নাছির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের গণিত বিভাগের ছাত্র ছিলেন। পরে তিনি টেলিটক কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। পরে অবসর নিয়ে তিনি হবিগঞ্জ শহরে বসবাস করতেন এবং রাজনগর ইসলামিয়া এতিমখানায় কর্মরত ছিলেন। হবিগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।