স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও গ্রামে মসজিদের টিউবওয়েলের পানি ব্যবহারকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
জানা যায়, ওই গ্রামের ছোবান মিয়া ও ময়না মিয়ার মধ্যে মসজিদের টিউবওয়েলের পানি ব্যবহারকে নিয়ে উভয়দের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১৫ জন আহত। আহতদের মধ্যে-আঙ্গুরা খাতুন (৬৫), তাহির মিয়া (৩৫), ময়না মিয়া (৪০), সুকদ্দর মিয়ার (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।