প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন ও ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচীর যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলা মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনীর উদ্দিন। গতকাল বুধবার বিকালে বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, ব্র্যাক উপজেলা কো-অর্ডিনেটর মহসিন উদ্দিন। ব্র্যাক এর এরিয়া ম্যানেজার বৃন্দাবন শাহার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ফিরোজ ভূঞা, অনুকুল চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ, আরডিও ইকবাল হোসেন, শিক্ষা অফিসার কাওসার শোকরানা, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, জেসমিন আক্তার, শিখা রানী মোদক, সুভাষ বাড়ৈ, ফখরুল আলম ভূইয়া প্রমুখ।