রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

তুচ্ছ ঘটনা নিয়ে নবীগঞ্জের মান্দারকান্দি ও রামপুর গ্রামের বিরোধ শালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনা নিয়ে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি ও রামপুর গ্রামের বিরোধ শালিসে নিষ্পত্তি হয়েছে। এতে এলাকার কয়েকটি গ্রাম বড় ধরনের রক্তক্ষীয় সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে।
গতকাল শুক্রবার নবীগঞ্জের রাসুলগঞ্জ বাজারে আয়োজিত শালিস বৈঠকে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধূরী। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কারীয়ারভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম সহ নবীগঞ্জ ও বাহুবল আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে আলোচনার মাধ্যমে সৃষ্ট বিরোধ সম্মানজনক ভাবে নিষ্পত্তি হয়।
উল্লেখ্য, তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে মান্দারকান্দি ও রামপুর গ্রামের মাঝে বিরোধ সৃষ্টি হয়। মান্দারকান্দি গ্রামের পক্ষ নেয় ২৮ ছান্দভুক্ত গ্রাম অপর দিকে রামপুর গ্রামের পক্ষ নেয় ৪/৫টি গ্রাম। এ অবস্থায় বিরোধ চরম আকার ধারণ করে। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীসহ উপস্থিত মুরুব্বীদের হস্থক্ষেপে এলাকাবাসী বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com