প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কবি ও সাহিত্যিক পৃথ্বিশ চক্রবর্ত্তী ছড়া সাহিত্যে বিশেষ কৃতিত্ব রাখার স্বীকৃতিস্বরূপ ‘বাংলার বর্ণমালা সম্মাননা-২০১৪’ লাভ করেছেন। গত ৭ জুলাই সোমবার ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তন এ বাংলার বর্ণমালা’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথিতযশা শিশু সাহিত্যিক, টিভি ব্যক্তিত্ব, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী প্রধান অতিথি হিসাবে এ সম্মাননা তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন মোঃ গণি মিয়া বাবুল, গীতিকার এম.আর. মঞ্জু, কবি এম.এ. করিম, শিশু সাহিত্যিক হানিফ খান, বাংলার বর্ণমালা সম্পাদক সাইফুল ইসলাম, কবি সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
উল্লেখ্য পৃথ্বিশ চক্রবর্ত্তী দূর্বার ম্যাগাজিন সম্পাদনায় ‘বাসন্তী সাহিত্য পুরস্কার-২০০২’কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পুরস্কার-২০০৬’ বাংলাদেশ পয়েটস ক্লাব ও বাংলাদেশ পল্লী সাহিত্য গবেষণা পরিষদ কর্তৃক কবিতায় ‘জাতীয় সাহিত্য সম্মেলন সম্মাননা-২০১৪’, আমীর প্রকাশন ও এডুকেশন কালচালার লিটারেচার রিচার্স ডেভেলফম্যান্ট কর্তৃক ছড়া সাহিত্যে ‘আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার-২০১৪’ লাভ করেন। পৃথ্বিশ চক্রবর্তী নবীগঞ্জ পৌরসভার শিবপাশা আবাসিক এলাকার প্রণয় ভূষণ চক্রবর্ত্তী মিন্টু (পন্ডিত)এবং সুপ্রীতি চক্রবর্ত্তী এর তিন ছেলে-মেয়ের মধ্যে প্রথম সন্তান। বর্তমানে তিনি নবীগঞ্জ পৌরসভায় কর্মরত। নব্বই দশকের শেষ দিকে তাঁর লেখালেখি জীবন শুরু। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি জাতীয় পত্র-পত্রিকায় কবিতা, সমকালীন ছড়া, শিশুতোষ-ছড়া কবিতা, অণুকাব্য ইত্যাদি লিখছেন।