স্টাফ রিপোর্টার ॥ ২০ কোটি টাকার মানহানী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক প্রভাকর’র চার সাংবাদিক। বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. ছিফাত উল্লাহ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া চার সাংবাদিকরা হলেন, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল হালীম, সাবেক বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল। আসামী পক্ষের আইনজীবি ছিলেন হবিগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট এমএ মজিদ। মামলার বিবরণে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দীন আহমেদ জারু মিয়ার অনিয়ম ও দূর্নীতি নিয়ে ২০২০ সালের ৩০ আগস্ট ও একই বছরের ৩ সেপ্টেম্বর হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকরে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর সাহাব উদ্দিন আহমদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানী হয়েছে দাবি করে ১০ টাকা মূল্যের কোর্ট ফি দিয়ে ওই বছরের ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে মামলাটি করেন। দৈনিক প্রভাকর’র ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান বলেন, পত্রিকাটি হবিগঞ্জের খ্যাতনামা সাংবাদিক প্রয়াত নোমান চৌধুরীর হাতে প্রতিষ্ঠা করা। যিনি সব সময় সত্যের সাথে ন্যায়ের পথে থেকে কাজ করেছিলেন। আমরাও তাঁর আর্দশ লালন করেই পত্রিকাটির প্রকাশনা চালিয়ে যাচ্ছি। মিথ্যা মামলা করে প্রভাকরের সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। প্রভাকর সত্যেও পথে চলে তা আদালতে এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আমাদের বিরোদ্ধে মামলার পর থেকে সাংবাদিক, রাজনীতিক, সামাজিক ব্যক্তিত্বসহ সকল শ্রেনীপেশার মানুষ আমাদের পাশে ছিলেন আপনাদের সকলের প্রতি প্রভাকর পরিবার কৃতজ্ঞ।