মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর মৃত্যুবার্ষিকী পালিত ॥ করিম-মাহমুদা ফাউন্ডেশনের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে স্মরণ সভা, করিম-মাহমুদা ফাউন্ডেশনের উদ্বোধন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করিম-মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপসের সভাপতিত্বে এবং আতুকুড়া-সবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক আখঞ্জী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট তমাল কুমার বিশ্বাস, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করিম-মাহমুদা ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আলী আকবর খান, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হামিদুল হক আখঞ্জী, ভাইস চেয়ারম্যান সামছুল হক আখঞ্জী, মহিবুল হোসেন উজ্জল, আশাদুর রহমান, সুমন মিয়া, সাইফুল ইসলাম, প্রভাংশু দাস, অপূর্ব চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন মাওলানা শামীম আহছান। অনুষ্ঠানে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয় এবং ‘স্মৃতিতে অম্লান এডভোকেট আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জী’ স্মরনিকার মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান বলেন, মরহুম আলহাজ্ব আব্দুল করিম আখঞ্জী অত্যান্ত মেধাবী, খুব সহজ ভাবেই ইংরেজি বুঝাতেন। তিনি প্রায় ৬০ বছর পূর্বে প্রত্যন্ত আতুকুড়া গ্রাম থেকে সর্ব প্রথম এসএসসি পাশ করেছিলেন। পরবতীতে তিনি ¯œাতক পাশ করে শিক্ষাকতা ও আইন পেশার জড়িত হন। তিনি যেমন ছিলেন একজন মানুষ গড়ার কারিগড়। তেমিন ছিলেন একজন ভালো আইনজীবি। তার সন্তানরা করিম-মাহমুদা ফাউন্ডেশন গঠন করে একটি মহতি উদ্যোগ নিয়েছেন। করিম-মাহমুদা ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com