স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রাম থেকে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ মোশাহিদ মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
(ওসি) ষঅজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ ছাইদুল ইসলাম, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মোঃ ইমাম হোসেনসহ একদল ০৩ মার্চ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ডাকাতি মামলার এজাহারনামীয় আসামী ও ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত মাদক ব্যবসায়ী। তাকে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হয়েছে।