স্টাফ রিপোর্টার ॥ গত ২২ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলায় আরও ৯ আসামীকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, “গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপি’র ডাকা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ নির্দয়ভাবে গুলিবর্ষণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। পরে আহত নেতাকর্মী সহ ২ হাজার নেতাকর্মীকে আসামী করে পুলিশ একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় হবিগঞ্জবাসীর হৃদয়ে রক্তকরণ হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশে আইনের শাসন নেই, ন্যায় বিচার নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হবিগঞ্জে বিএনপি’র নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সরকারের জুলুম-নির্যাতনের একটি নিকৃষ্ট উদাহরণ। তিনি পুলিশের দায়েরকৃত এই ভূয়া, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।