স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি সোহাগ মিয়া (৩০) কে আটক করা হয়েছে। তবে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিলো লোকজন। তবুও পুলিশ তাকে ধরে নিয়ে আসে। সে উমেদনগর গ্রামের কিতাব আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কোর্ট স্টেশন ফাঁড়ির একদল পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় সোহাগের স্ত্রীসহ অন্য আসামিরা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে জানের বাজি রেখে পুলিশ তাকে ছেড়ে না দিয়ে থানায় নিয়ে আসে।