শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী ও পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মত্তুর্জা হাসান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার। বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার মোসাদেকুল ইসলাম, ওসি (তদন্ত) হানিফ মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, কৃষকলীগের সভাপতি এম হিফজুর রহমান, আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।