আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে, ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ডরমিটরিতে ১০দিন ব্যাপী “বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গকাল বুধবার (২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জীববৈচিত্র সংরক্ষণ অফিসার মির্জা মেহেদী সারওয়ার, হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, মুহিতুর রহমান রুমন ফরাজি, ওয়াহেদ আলী মাষ্টার, সিএমসির সভাপতি চৌধুরী শামছুন্নাহার, সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জার মাজহারুল ইসলাম, বাপা’র হবিগঞ্জ জেলা সেক্রেটারি সোহেল আহমেদ, সাংবাদিক মামুন চৌধুরী, আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ প্রমুখ। প্রধান অতিথি জহির উদ্দিন আকন পরিবেশ রক্ষায় বন ও বন্য প্রাণী সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবং ৩০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। গত ২২ ফেব্রুয়ারির থেকে বিরতিহীন চলা এ প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করেন।