মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

লাগামহীন বাজার দরে নাভিশ্বাস মধ্যবিত্তের

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ করোনা ধাক্কা সামাল দিতে গিয়ে নি¤œবিত্ত-মধ্যবিত্ত মানুষের জীবন চরম সংকটে পড়েছে। এ অবস্থায় নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবনে কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। নিত্যপণ্যের দাম কোনো কিছুতেই লাগাম টেনে ধরতে পারছে না সরকার। জরুরি নিত্যপণ্য চাল, ডাল, তেল, চিনি, আটা-ময়দা, পেঁয়াজ ও আলুর দাম বেড়েই চলেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মসলা জাতীয় পণ্যের দামও। সোমবার (২৮ ফেব্রুয়ারী) বড়বাজার, গ্যানিংগঞ্জসহ নিত্যপণ্যের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজার ঘুরে দেখা যায়, মাছ, গরু বা খাসির মাংসের বদলে ডিম ও ব্রয়লার মুরগির মাংসের চাহিদা সবচেয়ে বেশি ছিল নি¤œবিত্ত পরিবারগুলোতে। দাম বেড়ে যাওয়ায় ডিম ও ব্রয়লার মুরগিও কিনতে পারছেন না অনেকে।ফার্মের মুরগির ডিমের হালি ৬০ টাকা। ১ কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, যা এক মাস আগেও ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। তেল, আলু, পেঁয়াজ, মরিচের দামও এখন আকাশছোঁয়া। ফলে নিত্যদিনের বাজার খরচ মেটাতে দিশাহারা নি¤œমধ্যবিত্তরা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছে না কিছুতেই। জীবন চালাতে ধার-কর্য করছে প্রতিনিয়ত। এতে করে হিমশিম খেতে হচ্ছে নি¤œবিত্তদের। এদিকে বানিয়াচং বড়বাজারে বাজার করতে আসা ভ্যান চালক বাবলু মিয়া বলেন, আগের মতো আয় নেই। অথচ খরচ বেড়েছে অনেক। পরিবারের সবার মুখে ডাল-ভাত দিতে হিমশিম খাচ্ছি। আয়ের সঙ্গে ব্যয় মেলাতে পারছি না। চরম সংকটের মধ্যে দিন কাটছে বলে তিনি দুঃখ করেন। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সোমবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা। এই সময়ে ভোজ্য তেলের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। ১ কেজি সয়াবিন খোলা তেলের দাম এখন ১৬০-১৭০ টাকা, যা ১৫দিন আগেও ছিল ১৪০-১৫০ টাকা। প্যাকেটজাত তেলের দামও কেজিতে বেড়েছে ২০টাকা। এ ছাড়া চালের দামও ক্রমাগতভাবে বেড়েই চলেছে। খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটা ও ময়দার দাম বেড়েছে। প্যাকেটজাত আটার দাম এক মাসে বেড়েছে কেজিতে প্রায় ১০ টাকা আর খোলা ময়দা ১৫ টাকা পর্যন্ত। প্রতি কেজি চিনির দাম ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ১ মাস আগে এ চিনির দাম ছিল ৬৫-৭০ টাকা। বেশির ভাগ কর্মজীবীর আয় কমেছে। নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে জীবন চালাতে। সংসার চালাতে না পেরে অনেকেই কাজের আশায় পাড়ি দিচ্ছেন শহরে। এখনই নিত্যপণ্যের লাগাম টেনে না ধরতে পারলে আসন্ন রমজানে তা আরো বেড়ে যাওয়ার শংকা রয়েছে। এতে করে নি¤œ ও মধ্যবিত্তদের জীবন চরম সংকটে পড়বে। এদিকে সোমবার ভোজ্য তেলের দামসহ নিত্যপণ্য জিনিস নির্ধারিত মূল্যের চেয়ে কেউ যেন বেশী দামে বিক্রি করতে না পারে এজন্য স্থানীয় বড়বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন বানিয়াচংয়ের উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ভোজ্য তেল বিক্রি করায় দায়ে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ভোজ্য তেলসহ অন্যান্য পণ্য বিক্রয় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় সাধারণ জনগণ টিসিবির মাধ্যমে তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করার জন্য ইউএনও’র প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com