স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় দিপ্তাসন বাকতি (৩১) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট উপজেলার দেউন্দি চাবাগান উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ২৬ ফ্রেব্রুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দেউন্দি চা বাগানের মৃত লক্ষী নারায়ণ বাকতির পুত্র। এ বিষয়ে পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করা করেছেন।