মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেন, বাংলাদেশের মধ্যে পর্যটনের জন্য একটি বিশিষ্ট জেলা হচ্ছে হবিগঞ্জ। তন্মধ্যে বানিয়াচং উপজেলা হচ্ছে অন্যতম। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় সৃষ্টিকর্তা প্রকৃতিকে সাজিয়েছেন তার আপন হাতের মহিমায়। ইতিহাস ঐতিহ্যের চারনভূমি বানিয়াচং। এখানে পর্যটন শিল্পবিকাশের অনেক ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের ২য় বৃহত্তম সাগরদীঘি, ঐতিহাসিক বিথঙ্গলের আখড়াসহ অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করছে। প্রকৃতির আরেক মনোমুগ্ধকর অপার সৌন্দর্য্য হচ্ছে লক্ষীবাউড় জলাবন। এখানে বর্ষায় এক সৌন্দর্য্য আর শুষ্ক মৌসুমে আরেক সৌন্দর্য্য। বিশ্বের অনেক দেশ আছে যারা শুধু পর্যটন শিল্পের মাধ্যমে নিজেদের উন্নতীর চরম শিখরে নিয়ে যাচ্ছে। পর্যটনের শিল্পের দিক থেকে বাংলাদেশও এখন আর পিছিয়ে নেই। পর্যটন শিল্পের বিকাশে সরকার নানাবিদ পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটন এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক বানিয়াচংকে পর্যটনের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২ টায় সোয়াম ফরেস্ট খ্যাত লক্ষীবাওর জলাবনে ২৫ লাখ টাকা ব্যয়ে রেস্ট হাউজ এর ভিত্তি প্রস্তর স্থাপনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঞ্চালণায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন ও আব্দুল আহাদ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পিএস (উপ-সচিব) মোঃ আব্দুল জলিল, বানিয়াচংয়ের সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু, বানিয়াচং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আখলিছুর রহমান সহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।