স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামে দু’পক্ষের মধ্যে ঘটে যাওয়া গ্রাম্য দাঙ্গার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি উভয়পক্ষকে পুনরায় গ্রাম্য দাঙ্গা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
এমপি আবু জাহির গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে প্রথমেই নিহত আফজাল চৌধুরীর বাড়িতে গিয়ে তার মা ও পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ধৈর্য্য ধারণের জন্য অনুরোধ জানান। পরে তিনি গ্রামে ভাংচুর হওয়া বাড়িগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত মুরুব্বীয়ানের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, একটি গ্রাম্য দাঙ্গার খারাপ প্রভাবে পুরো এলাকাবাসী ভুক্তভোগী হয়ে থাকেন। শিশু ও শিক্ষার্থীসহ বয়সী মানুষের উপর এর প্রভাব পড়ে। তাই যে কোন ছোটখাট ঘটনাকে গ্রাম্য দাঙ্গার দিকে টেনে না নিয়ে সহনশীলভাবে সমাধানের আহবান জানিয়েছেন। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, লোকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসসহ এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।