স্টাফ রিপোর্টার ॥ বহুলা যুব ঐক্য ফোরাম-এর পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিজ্ঞ আইনজীবি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৫২ এর ভাষা আন্দোলনের নেতৃত্বদানকারী, বহুলা ২৮ পঞ্চায়েত এর সভাপতি ও বহুলা গ্রামের কৃতি সন্তান ভাষা সৈনিক এডভোকেট চৌধুরী আব্দুল হাইকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস রোডস্থ এডভোকেট চৌধুরী আব্দুল হাই-এর বাসভবনে এ সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বহুলা যুব ঐক্য ফোরাম-এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিবুল ইসলাম সোহেল, আব্দুল আউয়াল উল্ল্যাহ, সাহাব উদ্দিন জহিরুল, মোঃ লিটন মিয়া, মোঃ সুমন মিয়া প্রমূখ। এ সময় এডভোকেট চৌধুরী আব্দুল হাই উক্ত সংগঠনের মঙ্গল কামনা করেন এবং নিজের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।