স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মেলার গতকাল ছিল শেষ দিন। প্রত্যেকটি প্রতিযোগিতায় জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।