স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর নাগরিকদের কোভিড-১৯ এর টিকা প্রথম ডোজ দিবে হবিগঞ্জ পৌরসভা। ২৬ ফেব্রুয়ারী শনিবার পৌর এলাকার ১২ টি কেন্দ্রে এ টিকা দেয়া চলবে সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত। হবিগঞ্জ পৌরসভার নাগরিকগন যারা ইতিপূর্বে প্রথম ডোজ টিকা গ্রহন করেননি তারা শুধুমাত্র মোবাইল নাম্বার নিয়ে কেন্দ্রে আসলে টিকা নেয়া যাবে। ১৮ বছরের উপরে বয়েসী যে কোন নাগরিক এ টিকা নিতে পারবেন। পৌর এলাকার কেন্দ্রগুলো হলো ১নং ওয়ার্ডের উমেদনগর পৌর হাইস্কুল, ২নং ওয়ার্ডে সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে রাধাগোবিন্দ আখড়া ঘাটিয়া, ৪নং ওয়ার্ড চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নূরুল হেরা জামে মসজিদ মার্কেট চৌধুরী বাজার, ৫নং ওয়ার্ডের হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের আবাসিক এলাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের কেন্দ্রীয় সরকারী প্রথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডের টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খোশমহল কোর্ট ষ্টেশন রোড, ৯নং ওয়ার্ডের গাউছিয়া সুন্নীয়া একাডেমী শায়েস্তানগর পইল রোড ও প্রমি ট্রেডার্স শায়েস্তানগর।