প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপি’র ৭৫তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টি কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, নবীগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা এবং জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।