গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের সভা কক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কপো্রশেন হবিগঞ্জ সেলস্ অফিস-৫৫ কর্তৃক ব্যবসায় উন্নয়ন সভা ও পুরস্কার বিতরনী- ২০২২ এবং দাবী পরিশোধের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উন্নয়ন অফিসার-১ শামীম আহম্মদ, গীতা পাঠ করেন উন্নয়ন অফিসার-১ সুবীর কান্তি রায়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সেলস্ অফিস-৫৫-এর ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান-এ,জি,এম। বিশেষ অতিথি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, সহকারী ম্যানেজার (সেলস), সদ্য যোগদানকৃত ৫৫-সেলস অফিসের ইনচার্জ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমিনুল ইসলাম চৌধুরী, ইনচার্জ নবীগঞ্জ শাখা। উক্ত অনুষ্ঠানে দাবী বাবদ ১৬ (ষোল) টি চেক প্রদান করা হয় এবং উক্ত অনুষ্ঠানে ২০২১ সালে সফল ভাবে লক্ষ্যমাত্রা অর্জন কারী অফিসারদের পুরস্কৃত করা হয়। -বিজ্ঞপ্তি