স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান এলাকায় তিন স্কুল ছাত্রী ও তার মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আশিক মিয়ার কন্যা বিকেজিসি স্কুলের পরীক্ষার্থী ফারজানা আক্তার তুলি (১৬) তার বোন একই স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্রী চৈতি (১২), জুঁই (১৩) ও তাদের মা রাহেলা আক্তার (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সদর থানার এসআই সজিব আহমেদ ও শুভসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। জানা যায়, একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হোসেন মিয়ার সাথে প্রতিবেশী রাহেলার দীর্ঘদিন ধরে বিভিণœ বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় হোসেন মিয়ার পুত্র মাহমুদ মিয়া, মাসুক মিয়া, মৃত সফিক মিয়ার পুত্র জামাল মিয়া, নোমান মিয়া, আজদু মিয়ার পুত্র খোকন মিয়া, জুয়েল মিয়া, ইমাম মিয়া, বেলাল মিয়াসহ ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাহেলা বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তাদের পিটিয়ে আহত করে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।