স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রামপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অজিত সূত্রধরকে আটক করেছে সদর থানা পুলিশ। গত বুধবার রাতে সদর থানার এসআই জুয়েল সরকার, হাবিবুর রহমানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে অর্জুন সূত্রধরের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক মামলায় আদালত থেকে সাজা পরোয়ানা ছিলো। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।