প্রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ডের নিউক্যাসেলের হিটনের বসবাসরত মাওঃ মোঃ বেলাল গত ৫ জুন ২০১৩ মিশরের আল আজহার আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইসলামি ডিগ্রী লাভ করেছেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাবাজপুর (হাফিজ পাড়া, দনি সাবাজপুর) গ্রামের মরহুম হাজী মোঃ হাফিজ উল্লার ৩য় পুত্র। তিনি বিগত ৮ বছর যাবত ব্রিটেনের সর্বাদিক উচ্চ নিরাপত্তা কারাগারে এইচ এম পি ফ্যান্কল্যান্ড ডিপার্টমেন্টের চ্যাপলেন্সি বিভাগের প্রধান ইমাম। এইচ এম প্রিজন পরিসেবার অসামান্য স্বীকৃতি সরূপ ২০১১ইং সনে ব্রিটেনের রানীর প্রিজন পরিসেবা ধারা ইসলাম বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হন। মাও: মোঃ বেলালকে কিছু কঠিন এবং চ্যালেঞ্জিং বন্দিদের সংগে পেশাদারী পদ্ধতিতে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়ে একটি সম্পূর্ণ পরিসিমার উপর তার পরামর্শ সিনিয়র ম্যনেজমেন্ট কান্ট্রি সন্ত্রাসী (সি পি ইউ) নিরাপত্তা ও কর্মকর্তাদের উল্লেখযোগ্য সাহায্য করেছেন। তিনি চাকুরীতে একজন মুসলমান ও বিস্বস্থ সহকর্মী হিসেবে স্বিকৃতি লাভ করেছেন। মাও: মোঃ বেলাল সম্প্রতি মিসরের আল আজহার স্নাতকদের জন্য ওয়ার্ল্ড এসোসিয়েসন দ্বারা প্রর্বতিত একটি নতুন উদ্যোগে অংশ নিতে ২৩৩ ব্রিটিশ ঢ়ৎবধপযবৎং এবং মুসলিম পযধঢ়ষধরহং একটি গ্রোপ থেকে নির্বাচিত হন। তাছাড়া তিনি হার ম্যাজিষ্ট্রি এর প্রিজন পিরিসেবা দক্ষতার সাথে কাজ করার জন্য অন্যান্য দশ ইমামের সাথে ফরেন অফিস কর্তৃক নিবাচিত হন। মিশরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমর্থনে কায়রোর ব্রিটিশ হাই কমিশন এবং হার ম্যাজিষ্ট্রি এর প্রিজন পরিসেবা ইমামদের জন্য প্রশিক্ষণে একটি নির্দিষ্ট প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, মাও: বেলাল ১৯৯৩ ইং সনে ইমাম হিসাবে নিয়োগ লাভ করে ইংল্যান্ডে গমন করেন। বিভিন্ন মসজিদে ইমামতি সহ ইসলামী স্কুলে ধর্মীয় প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে ২০০৪ ইং ইন্টারভিউর মাধ্যমে প্রিজন সাপ্লাই ইন কমিউনিটি হিসাবে হাই সিকিউরিটি প্রিজনের প্রধান ইমাম হিসাবে যোগদান করেন। মাও: মোঃ বেলাল দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তারা ইংল্যান্ডে ইসলামিক মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।