স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার উত্তর গজনাইপুরে অভিযান চালিয়ে সারাজন মিয়া নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ডিবির এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আলতাফ উল্লার পুত্র। এ বিষয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।