সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মেজর জেনারেল এম.এ রব গবেষণা পরিষদের স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘বীরউত্তম এম এ রব এমনই একজন, যার সাথে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ওতোপ্রোতোভাবে জড়িত’। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ। যার শৌর্যবীর্য ভূমিকায় ছিলেন নিভৃতচারী এ সমর পরিকল্পক এম এ রব বীরউত্তম। মুক্তিযুদ্ধে যে দুজন নেতৃত্ব দিয়েছেন প্রথমজন সর্বাধিনায়ক জেনারেল এম.এ ওসমানী, অপরজন উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তম। ভাগ্যক্রমে দুজনই সিলেট বিভাগের কৃতি সন্তান। তাঁদের বীরত্বের কৃতিত্বে¡ আমরা গর্ববোধ করি। ওসমানীকে নিয়ে সিলেটবাসী যেমনি গর্ববোধ করে হবিগঞ্জবাসী ও এম এ রব কে নিয়ে তেমনি গর্ববোধ করে। এম.এ রব একেবারে প্রচার বিমুখ। জেনারেল ওসমানীর নামে আন্তর্জাতিক বিমানবন্দর, মেডিকেল কলেজ, জাতীয় উদ্যানসহ বিভিন্ন স্থাপনা থাকায় সকলের নজরে আসে। কিন্তু এম.এ রব এর নামে তেমন কিছু না থাকায় অতল গহব্বরে এম.এ.রবের নাম পড়ে আছে। স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তীতে এই প্রথম হবিগঞ্জ সাহিত্য পরিষদ ও মেজর জেনারেল এম.এ রব গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদ সম্পাদিত ‘মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক জেনারেল এম.এ রব বীর উত্তম স্মারকগ্রন্থটি এই প্রথম একটি গবেষণাধর্মী স্মারক গ্রন্থ। এর মাধ্যমে জাতি এম.এ রব সম্পর্কে অজানা অনেক কিছুই জানতে পারবে। গত ২০ ফেব্রুয়ারি টাউন হল রোডস্থ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপির বাসভবনের সভাকক্ষে এম এ ওয়াহিদ সম্পাদিত, “মহান মুক্তিযুদ্ধর উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তম স্মারকগ্রন্থের, প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডভোকেট মোঃ আবু জাহির এ স্মারকগ্রন্থের প্রকাশনা আনুষ্ঠানিকতা ঘোষণা করেন এবং এক লাখ টাকা অনুদান ঘোষণা দেন। আগামীতে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে গবেষণা ধর্মী গ্রন্থ প্রণয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। মেজর জেনারেল এম.এ রব গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৃন্দাবন কলেলে (অব) অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শাহ শামছুল আরেফীন মাসুম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মেম্বার, পূবালী ব্যাংকের এজিএম শেখ বদর উদ্দিন, আব্দুল মোতালিক মমরাজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ শাহ কিম্মত আলী, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, প্রধান শিক্ষক এম এ ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রায়, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাই, কোষাধ্যক্ষ কামাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান চৌধুরী টিটু, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ শফী উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবু হেনা মস্তোফা কামাল, সমাজ কল্যাণ সম্পাদক শাহ সৈয়দ দরাজ, মহিলা বিষয়ক সম্পাদক রেবা চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইফতেখার রহিম রুবেল, সাহিত্য গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের গীতিকার মোঃ কুদ্দুছ আলী মনোহর, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ ফুল মিয়া, আলহাজ্ব খাইরুল আলম চৌধুরী, রোমানা আক্তার তাহুরা, ফরিদা পারভিন, ইফতেখার তরফদার তারেক প্রমুখ।
সভা শেষে তিনজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- গবেষণা শিক্ষা কর্মকর্তা জাকারিয়া মিয়া, লেখক আমজাদ হোসেন চৌধুরী ও মাদ্রাসা শিক্ষক মওলানা মো. আবুল কালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com