স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে অপহরণের দুই মাস ২০ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী পুলিশ (তদন্ত) কেন্দ্রের এসআই নাজমুল হোসেন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের একটি বাসা থেকে ভিকটিমসহ দুই অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের মৃত ছুফি মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে রুমা আক্তার (১৪) গত ২ ডিসেম্বর প্রতিদিনের ন্যায় সকাল ৯টার দিকে হাজী ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুল থেকে বিকাল ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে কালাপুর নাজিরগঞ্জ কবরস্থান এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী বাড়ির বাসিন্দা সালাউদ্দিনের ছেলে মোঃ হাবিবুর রহমান প্রকাশিত হাবিব মিয়া (২০) ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ রাহেনা বেগম বাদী হয়ে, পিতা-পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল হোসেনকে। তিনি মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী বিভিন্ন স্থান পরিবর্তন করে। গত সোমবার ২১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতেই একটি বাসা থেকে ভিকটিম রুমা আক্তার (১৪) কে উদ্ধার করা হয়। এ সময় ২ অপহরণকারী মোঃ হাবিবুর রহমান প্রকাশিত হাবিব মিয়া (২০) ও তার ভাই মোঃ সাইফুর রহমান প্রকাশিত সাইফুল মিয়া (২৫) কে আটক করা হয়। তারা অমৃতা গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই অপহরণকারী মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব মিয়া ও সাইফুর রহমান প্রকাশ সাইফুল মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার পর ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।