প্রেস বিজ্ঞপ্তি ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কার্যক্রম শুরু হয়। তার মধ্যে সকাল ৯.৩০ টায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ ওকর্মচারীগনের সমন্বয়ে মেডিকেল কলেজের সভা কক্ষে অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাটি উপস্থাপনা করেন অত্র মেডিকেল কলেজের প্রভাষক (ফিজিওলজি) ডা. পংকজ কান্তি গোস্বামী। পবিত্র কোর-আন থেকে তেলাওয়াত করেন মাও. মো: নিজাম উদ্দিন, গীতা পাঠ করেন অত্রাফিসের হিসাব রক্ষক সূর্য্য লাল দাস। সভায় বক্তব্য রাখেন অত্র মেডিকেল কলেজের অধ্যাপক (রেডিওলজি এন্ড ইমেজিং) ডা: মোস্তাক আহম্মদ ভূইয়া, সহযোগি অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডাঃ কান্তি প্রিয় দাশ, সহযোগি অধ্যাপক (প্যাথলজি) ডাঃ অজয় রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডা: মোহাম্মদ আরিফউন নবী, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা: মোঃ সোলাইমান মিয়া, সহকারী অধ্যাাপক (গাইনী এন্ড অবস) ডা: হালিমানা জনীন, সহকারী অধ্যাপক (সার্জারী) ডা: শাহ মোঃ রেজাউল করিম, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা: স্বপন কুমার সিংহ, প্রভাষক (ফিজিওলজি) ডা: মোছা: রোজিনা রহমান, স্টেনোগ্রাফার মো: আব্দুল মন্নান। সভায় একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সহিত সকল শহিদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভাপতির বক্তব্যের মধ্য দিয়েসভারসমাপ্তি ঘোষণা করা হয়।