স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামছুল হক আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক আখঞ্জীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, আমিরুল ইসলাম আখঞ্জী, ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক প্রভাংশু দাস, সহ-সমাজ কল্যাণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক আশাদুর রহমান, শরীফুল আখঞ্জী শান্ত, তৌহিদ আখঞ্জী, সেফাজ্জুল মিয়া, মোজাম্মির মিয়া, মোজাম্মেল হক আখঞ্জী প্রমূখ। সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।