স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা এলাকার লালচাঁন চা বাগানগামী পাকা রাস্তা থেকে কুখ্যাত মাদক বিক্রেতা এনাম হোসেন (২৮) কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
২১ ফেব্রুয়ারি বিকেলে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল হক সঙ্গীয় পুলিশ সদস্য রিংকু সিংহ, স্বপন কুমার বৈদ্য সহকারে মহাসড়কের পুরাসুন্দা সাকিনস্থ শিশু কিশোর একাডেমী এর সামনের ঢাকা-সিলেট মহাসড়কের লাল চাঁন চা বাগান গামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে লাদিয়া গ্রামের মোঃ আজমল মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ৪৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।