নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সর ইউনিয়নের মুরাদপুর গ্রামের শ্রী শ্রী মদন মোহন জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। অনুষ্ঠানের শুভ সুচনায় গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ দাশ। এতে মঙ্গলঘট স্থাপন করেন শ্রী রতনমিন দাস বাবুল। এতে কীর্তন পরিবেশন করেন, ইন্ডিয়ার কীর্তনীয়া শ্রীমতি সুলতা রায়, নেত্রকোনার অধীর ভৌমিক, সুনামগঞ্জের শ্রীযুক্ত টিটু দাস, শ্রী রতনমনি দাসসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাশ এবং সাধারণ সম্পাদক জয় দত্তের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ার জাবেদুল আলম চৌধুরী সাজু, শ্রীঙ্গলের সাংবাদিক ঝলক দত্ত, এস আই মৃদুল ভৌমিক, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আওয়ামীলীগ নেতা মোঃ মাহমুদ হাসান, বিবন দেব, জুনেদ মিয়া, মৃনাল কান্তি রায় মিনু, উৎসব কমিটির সহ-সভাপতি বিপ্রজিত দাশ, নিপেন্দ্র দাম, সহ-সম্পাদক রবীন্দ্র দাশ, কোষাধ্যক্ষ শিক্ষক সঞ্জয় ধাম, নিখিল দাশ, সাংগঠনিক সম্পাদক খোকন দাশ, সাগর দত্ত, রজত দাশ, সুদর্শন দাশগুপ্ত, শংকর দাশ, সম্পা রানী নাগ, সুমন পাল, শুভ দাশ সৌরভ বনিক, মুন্না দেব, উপদেষ্টা কারীপদ দাশ, হরিচরন ধাম, সদস্য, রাজীব দত্ত, অজিত দাশগুপ্ত, ভুপেন্দ্র দাশ, অঞ্জন দত্ত, পিন্টু নাগ, রঞ্জিত পালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।